ক্র/নং |
কার্যক্রম |
সেবা সমূহ |
সেবা গ্রহীতা |
সেবাদানকারী কর্তৃপক্ষ |
১। |
পল্লী সমাজসেবা কার্যক্রম |
পল্লী অঞ্চলের দরিদ্র জনগনকে সংগঠিত করে উন্নয়নের মূল স্রোতধারায় আনায়ন। |
আর্থ সামাজিক জরিপের মাধ্যমে সমাজসেবা অধিদফতরে তালিকাভুক্ত পল্লী সমাজসেবা কার্যক্রমের কর্মদলের সদস্য/সদস্যা |
সকল উপজেলা সমাজসেবা কার্যলয় সমূহ |
২ |
পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম |
পল্লী অঞ্চলে দরিদ্র নারীদের সংগঠিত করে উন্নয়নের মূল স্রোতধারায় আনায়ন |
আর্থ সামাজিক জরিপের মাধ্যমে সমাজসেবা অধিদফতরে তালিকাভুক্ত পল্লী মাতৃকেন্দ্রের সদস্য এবং সুদমুক্ত ঋণ ও অন্যান্য সেবা প্রাপ্তির জন্য ‘‘ক ও খ শ্রেনীভুক্ত দারিদ্রতম নারী যার মাথাপিছু বার্ষিক পারিবারিক আয় সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত |
সকল উপজেলা সমাজসেবা কার্যালয় সমূহ |
৩ |
এসিডদগ্ধ ও প্রতিবন্ধিদের পুনর্বাসন কার্যক্রম |
৫ হাজার টাকা থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত ক্ষ্রদ্রঋণ |
এসিডদগ্ধ মহিলা ও শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তি যাদের বাৎসরিক আয় ২০০০০/- টাকার নিচে। |
সকল উপজেলা সমাজসেবা কার্যালয় সমূহ ও শহর সমাজসেবা কার্যালয় |
৪ |
শহর সমাজসেবা কার্যক্রম |
সচেতনতা বৃদ্ধি, উদ্ধুদ্ধকরণ এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান। |
আর্থ সামাজিক জরিপের মাধ্যমে সমাজসেবা অধিদফতরে তালিকাভুক্ত শহর সমাজসেবা কার্যক্রমের কর্মদলে সদস্য। সুদমুক্ত ঋণ ও অন্যান্য সেবা প্রাপ্তির জন্য ‘‘ক ও খ শ্রেনীভুক্ত দারিদ্রতম নারী যার মাথাপিছু বার্ষিক পারিবারিক আয় সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত |
শহর সমাজসেবা কার্যলয় |
৫ |
বয়স্ক ভাতা |
সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্ধারিত হাওে বয়স্ক ভাতা প্রদান। |
দেশের সকল সিটি কর্পোরেশন,পৌরসভা ও উপজেলার ৬৫ বছর বা তদূধ্য বয়সী হতদরিদ্র মহিলা বা পুরুষ যার বার্ষিক আয় গড় আয় অনূর্ধ ৩০০০/- টাকা । |
সকল উপজেলা সমাজসেবা কার্যালয় সমূহ ও শহর সমাজসেবা কার্যালয় |
৭ |
অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রম |
সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্ধারিত হারে অসচ্ছল প্রতিবন্ধী ভাতা প্রদান। |
৬ বছরের উর্ধে সকল ধরণের প্রতিবন্ধী ব্যক্তি যিনি বয়স্কভাতা কিংবা সরকার কর্তৃক অন্য কোন ভাতা পান না। |
সকল উপজেলা সমাজসেবা কার্যালয় সমূহ ও শহর সমাজসেবা কার্যালয় |
৮ |
প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি |
প্রতিবন্ধী শিক্ষার্থীদের ৪ টি স্তরে বিভক্ত করে শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়। |
সরকার কর্তৃক অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৫ বছর বয়সের উর্ধে প্রতিবন্ধী ছাত্র/ছাত্রী, যাদেও বার্ষিক মাথাপিছু পারিবারিক আয় ৩৬০০০/- টাকার নিচে। |
সকল উপজেলা সমাজসেবা কার্যালয় সমূহ ও শহর সমাজসেবা কার্যালয় |
৯ |
সরকারি শিশু পরিবার এতিম শিশু প্রতিপালন ও পূনর্বাসন |
অনুর্ধ ১৮ বছর বয়স পর্যন্ত এতিম শিশুদের প্রতিপালন। পারিবারিক পরিবেশে স্নেহ ভালবাসা ও আদরযত্নের সাথে এতিম শিশুদের লালন পালন। |
৬ থেকে ৯ বছর বয়সী এতিম অর্থাৎ পিতৃহীন বা পিতৃ-মাতৃহীন দরিদ্র শিশুকে ভর্তি করার পর ১৮ বছর বয়স পর্য্ন্ত সেবা প্রদান করা হয়। |
সরকারী শিশু পরিবার ও সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম |
১০ |
প্রতিবন্ধী সনদ প্রদান |
প্রতিবন্ধীতা সনদ প্রদান |
প্রতিবন্ধী ব্যক্তি |
জেলা সমাজসেবা কার্যালয়,লালমনিরহাট |
১১ |
দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় পরিচালনা |
দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র/ছাত্রীদের ব্রেইল পদ্ধতিতে শিক্ষা দান |
দৃষ্টি প্রতিবন্ধী শিশু যাদের বয়স ৬ থেকে ১৬ বছর |
সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম, |
১২ |
প্রবেশন ও আফটার কেয়ার বাস্তবায়ন |
মাননীয় আদালতের নির্দেশে প্রথম ও লঘু অপরাধে দন্ডপ্রাপ্ত ব্যাক্তিদের শাস্তি প্রদান |
সংশ্লিষ্ট আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত প্রবেশনার /ব্যক্তি আইনের সংস্পর্শে আসা শিশু /কিশোর। |
প্রবেশন অফিসার, জেলা সমাজসেবা কার্যালয়,লালঃ |
১৩ |
হাসপাতাল সমাজসেবা কার্যক্রম |
হাসপাতালে ভর্তি ও চিকিৎসা প্রাপ্তিতে সহায়তা ও দিক নির্দেশনা প্রদান। |
সমস্যগ্রস্থ অসহায় ও দরিদ্র রোগী |
হাসপাতাল সমাজসেবা কার্যালয়,লালমনিরহাট। |
১৪ |
শহর সমাজসেবা কার্যালয়ে আর্থ সামাজিক ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন |
কম্পিউটার বৈদ্যুতিক মেরামত ফ্রিজ এসি মেরামত দর্জি বিজ্ঞান এম্ব্রয়ডারী ,বাটিক ও ব্লক |
শহর এলাকার শিক্ষিত,অর্ধ শিক্ষিত বেকার যুবক ও যুব নারী |
শহর সমাজসেবা কার্যালয়, লালমনিরহাট। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS